আসিত রায়
শঙ্খচিল (আঞ্চলিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী) নিঃসন্দেহে লোক জীবন, লোকসংস্কৃতি, গ্রাম্যজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রেখে এক মহান ব্রত পালন করে চলেছে। “শঙ্খচিল” এর পরিচালনায় যাঁরা আছেন – তাঁদের অনেকেই বঙ্গ (উভয়) সাহিত্য সংস্কৃতি ও বাংলার প্রত্যন্ত প্রান্তরেরও মাটির সঙ্গে সংযোগ রক্ষা করে চলেন, ব্যক্তিগত ভাবে তাঁদের আমি জানি। ‘শঙ্খচিল’ এর স্থায়িত্ব ঐকান্তিক ভাবে চাই।
2018-07-16T14:08:24+00:00
https://sankhachil.com/testimonials/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f/