Follow Us:

“শঙ্খচিল” (ত্রৈমাসিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী)

Home সম্পাদকীয় কলমে
“শঙ্খচিল” (ত্রৈমাসিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী)

সম্পাদকের কলমে ……….

ত্রিশ বৎসরের পথ পরিক্রমা সম্পূর্ণ করে ‘শঙ্খচিল’ এর একুত্রিশের কক্ষপথে অনুপ্রবেশ। ‘ত্রিংশৎ’ মহাজাগতিক কালসীমায় হীয়মান। ‘আঞ্চলিক সাহিত্য পত্রিকা’ পরিচালনা যাঁরা করে থাকেন সামাজিক দায়বদ্ধতাকে উপেক্ষা না করে, তাঁরা উক্ত সময় সীমাকে ভিন্নভাবে জরিপ করে অবশ্যই অভিনন্দন জ্ঞাপন করবেন “শঙ্খচিল” কে।

 

“শঙ্খচিল” –এর দায়িত্বভার বহন করে চলেছেন – তাঁদের অনেকে বঙ্গ সাহিত্য–সংস্কৃতির ও বাংলার গ্রামীণ লোক–সংস্কৃতি-শিল্পের পৃষ্ঠপোষক হিসাবে বিশেষ পরিচিতজন। ফলশ্রুতিতে উভয় বঙ্গের প্রখ্যাত কবি-সাহিত্যিক-অধ্যাপক-গবেষকগণের মূল্যবান লেখায় পত্রিকাটি সমৃদ্ধ, অপরদিকে নবীন-প্রবীণ সাহিত্যসেবীগণের সাহিত্যচর্চার মাধ্যম রূপে ‘শঙ্খচিল’-এর পরিচিতির ক্ষেত্রটি বর্তমানে বেশ প্রসারিত। প্রতি সংখ্যায় দুইজন নির্বাচিত Research Scholar-এর গবেষণাপত্র প্রকাশের সুযোগ রাখা হয়। একজন পাঠক যেমন স্বদেশ সম্পর্কে কৌতুহলী হ’তে পারেন তেমনি স্বকাল সম্পর্কেও হ’তেই পারেন। সারা বিশ্ব সবসময়ই বহুমুখী ভাবনা চিন্তার যে গতি প্রকৃতি তার সম্পর্কে জানবার আগ্রহ আমাদের মত নিশ্চয়ই অনেক পাঠকগণের আছে। নিজেদের ভাবনা চিন্তাকে মিলিয়ে দেখবার জন্যই হোক, বিশিষ্ঠ তথ্য – গবেষণামূলক লেখাপত্তর আয়ত্ব করবার ভিত্তি নির্মাণের জন্যই হোক, ঘটনাবহুল দেশকালের কার্যকারণ ব্যাখ্যা–বিশ্লেষণ – উপলব্ধির জন্যই হোক। ওই সন্ধানের মধ্য দিয়ে যেমন নতুন লেখকমণ্ডলী পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে পাঠকবর্গ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র–পাঠকদেরও “শঙ্খচিল”–এ অন্তর্ভুক্তিকরণ হয়েছে।

 

বিভিন্ন সংযোগে “শঙ্খচিল” বিশ্বায়িত একটি পত্রিকা। বিশেষ করে প্রবাসী বাঙ্গালীদের মধ্যে “শঙ্খচিল”-এর পরিচিতি ক্রমবর্ধমান। নব প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার ও পাঠস্পৃহা প্রসারণে পরিচালকগণ (“শঙ্খচিল”) তাঁদের স্বপ্ন বাস্তবায়নের সন্ধান পেয়ে নন্দিত। “শঙ্খচিল”-এর লেখক ও পাঠকবর্গ আন্তরিক ধন্যবাদ।