Follow Us:

২৫ শে নভেম্বর ১৯৮৭ – একটি সাহিত্য সংস্কৃতি বিষয়ক পত্রিকার প্রকাশ কল্পে প্রথম সভা। স্থান- আড়ংঘাটা উচ্চ বিদ্যালয় শিক্ষক কক্ষ। সময় বেলা তিন ঘটিকা।

বর্তমান প্রকাশনা

আমাদের পূর্ববর্তী পত্রিকা

সম্পাদকীয় কলমে

“শঙ্খচিল” (ত্রৈমাসিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী)

সম্পাদকের কলমে ……….

ত্রিশ বৎসরের পথ পরিক্রমা সম্পূর্ণ করে ‘শঙ্খচিল’ এর একুত্রিশের কক্ষপথে অনুপ্রবেশ। ‘ত্রিংশৎ’ মহাজাগতিক কালসীমায় হীয়মান। ‘আঞ্চলিক সাহিত্য পত্রিকা’ পরিচালনা যাঁরা করে থাকেন সামাজিক দায়বদ্ধতাকে উপেক্ষা না করে, তাঁরা উক্ত সময় সীমাকে ভিন্নভাবে জরিপ করে অবশ্যই অভিনন্দন জ্ঞাপন করবেন “শঙ্খচিল” কে।

শুভেচ্ছা বার্তা

তুষার কান্তি মুখোপাধ্যায়

বাংলা সাহিত্য চেতনা ও সৌরভের বলিষ্ঠ রসায়নে ঋদ্ধ হাট বহিরগাছি নদীয়া থেকে প্রকাশিত শঙ্খচিল ত্রৈমাসিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী পাঠকমহলে সমাদর পেয়ে আসছে এবং ভবিষ্যতে এর কদর হবে গগণস্পর্শী।
2018-07-16T14:09:52+00:00
বাংলা সাহিত্য চেতনা ও সৌরভের বলিষ্ঠ রসায়নে ঋদ্ধ হাট বহিরগাছি নদীয়া থেকে প্রকাশিত শঙ্খচিল ত্রৈমাসিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী পাঠকমহলে সমাদর পেয়ে আসছে এবং ভবিষ্যতে এর কদর হবে গগণস্পর্শী।

ডঃ বাসন্তী মজুমদার

বাংলার লোকসংস্কৃতি বিষয়ক গবেষক ও গবেষিকাদের আত্মপ্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে “শঙ্খচিল” ত্রৈমাসিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী। নবীন ও প্রবীণ লেখকের এ এক মিলন ক্ষেত্র। আমি এই পত্রিকার সঙ্গী হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শঙ্খচিল আরো দূর আকাশে পাড়ি দেবে এই আশা রাখি।

 
2018-07-16T14:10:36+00:00
বাংলার লোকসংস্কৃতি বিষয়ক গবেষক ও গবেষিকাদের আত্মপ্রকাশের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে “শঙ্খচিল” ত্রৈমাসিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী। নবীন ও প্রবীণ লেখকের এ এক মিলন ক্ষেত্র। আমি এই পত্রিকার সঙ্গী হতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শঙ্খচিল আরো দূর আকাশে পাড়ি দেবে এই আশা রাখি।  

আসিত রায়

শঙ্খচিল (আঞ্চলিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী) নিঃসন্দেহে লোক জীবন, লোকসংস্কৃতি, গ্রাম্যজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রেখে এক মহান ব্রত পালন করে চলেছে। “শঙ্খচিল” এর পরিচালনায় যাঁরা আছেন – তাঁদের অনেকেই বঙ্গ (উভয়) সাহিত্য সংস্কৃতি ও বাংলার প্রত্যন্ত প্রান্তরেরও মাটির সঙ্গে সংযোগ রক্ষা করে চলেন, ব্যক্তিগত ভাবে তাঁদের আমি জানি। ‘শঙ্খচিল’ এর স্থায়িত্ব ঐকান্তিক ভাবে চাই।
2018-07-16T14:08:24+00:00
শঙ্খচিল (আঞ্চলিক সাহিত্য সংস্কৃতি সাময়িকী) নিঃসন্দেহে লোক জীবন, লোকসংস্কৃতি, গ্রাম্যজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রেখে এক মহান ব্রত পালন করে চলেছে। “শঙ্খচিল” এর পরিচালনায় যাঁরা আছেন – তাঁদের অনেকেই বঙ্গ (উভয়) সাহিত্য সংস্কৃতি ও বাংলার প্রত্যন্ত প্রান্তরেরও মাটির সঙ্গে সংযোগ রক্ষা করে চলেন, ব্যক্তিগত ভাবে তাঁদের আমি জানি। ‘শঙ্খচিল’ এর স্থায়িত্ব ঐকান্তিক ভাবে চাই।