সম্পাদকের কলমে ……….
ত্রিশ বৎসরের পথ পরিক্রমা সম্পূর্ণ করে ‘শঙ্খচিল’ এর একুত্রিশের কক্ষপথে অনুপ্রবেশ। ‘ত্রিংশৎ’ মহাজাগতিক কালসীমায় হীয়মান। ‘আঞ্চলিক সাহিত্য পত্রিকা’ পরিচালনা যাঁরা করে থাকেন সামাজিক দায়বদ্ধতাকে উপেক্ষা না করে, তাঁরা উক্ত সময় সীমাকে ভিন্নভাবে জরিপ করে অবশ্যই অভিনন্দন জ্ঞাপন করবেন “শঙ্খচিল” কে।
“শঙ্খচিল” –এর দায়িত্বভার বহন করে চলেছেন – তাঁদের অনেকে বঙ্গ সাহিত্য–সংস্কৃতির ও বাংলার গ্রামীণ লোক–সংস্কৃতি-শিল্পের পৃষ্ঠপোষক হিসাবে বিশেষ পরিচিতজন। ফলশ্রুতিতে উভয় বঙ্গের প্রখ্যাত কবি-সাহিত্যিক-অধ্যাপক-গবেষকগণে
বিভিন্ন সংযোগে “শঙ্খচিল” বিশ্বায়িত একটি পত্রিকা। বিশেষ করে প্রবাসী বাঙ্গালীদের মধ্যে “শঙ্খচিল”-এর পরিচিতি ক্রমবর্ধমান। নব প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চার ও পাঠস্পৃহা প্রসারণে পরিচালকগণ (“শঙ্খচিল”) তাঁদের স্বপ্ন বাস্তবায়নের সন্ধান পেয়ে নন্দিত। “শঙ্খচিল”-এর লেখক ও পাঠকবর্গ আন্তরিক ধন্যবাদ।